Questions Answers
বিআরটিএ রেজিস্ট্রেশন ফি কত? স্যার সড়ক পরিবহন আইন ২০২২ এর তফসিল ১ অনুযায়ী, সরকার ইলেক্টিক ভেহিকেল এর উপর স্পষ্ট নীতিমালা প্রনয়ণ করেছে। এই নীতিমালা অনুযায়ী যেসব গাড়ীর ইঞ্জিন ক্ষমতা ৬০০ কিউবিক সেন্টিমিটার পর্যন্ত অথবা ইলেক্ট্রিক মোটরযান যাহার মোটরের ক্ষমতা ৩০ কিলোওয়াট এর বেশি নয় ওইসব গাডীর রেজিস্ট্রেশন ফি হবে ৯,০০০ টাকা। এছাড়াও ভাড়ী মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের ক্ষেত্রে বার্ষিক ফি ৮০০ টাকা, ফিটনেস সনদ ফি ৩০০ টাকা , মোটর পরিদর্শন ফি ৮০০ টাকা এবং প্রতি বছর AIT রেগুলার গাড়ির ৬০০ সিসি গাড়ি অনুযায়ী হবে।
সড়ক পরিবহন সম্পর্কে নিচের লিঙ্ক থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।
https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/legislative_information/5c7e606f_a2af_498d_b383_6caea0d1888a/2023-01-01-09-09-238334e7abe7b466822c7979c99d5d61.pdf
এটা কি হাইওয়েতে অনুমোদিত? স্যার সড়ক পরিবহন আইন অনুযায়ী যেইসব গাড়ীর সর্বচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার এর নিচে সেইসব গাড়ি হাইওয়েতে অনুমোদিত নয়। এইক্ষেত্রে আমাদের City boy basic এর সর্বচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার/ঘন্টা এবং City boy LFP এর সর্বচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার/ঘন্টা। সুতরাং City boy LFP হাইওয়েতে অনুমোদিত কিন্তু City boy basic হাইওয়েতে অনুমোদিত নয়।
প্রতি বছর রেজিস্ট্রেশন ফি কত? স্যার সড়ক পরিবহন আইন ২০২২ এর তফসিল ১ অনুযায়ী, সরকার ইলেক্টিক ভেহিকেল এর উপর স্পষ্ট নীতিমালা প্রনয়ণ করেছে। এই নীতিমালা অনুযায়ী যেসব গাড়ীর ইঞ্জিন ক্ষমতা ৬০০ কিউবিক সেন্টিমিটার পর্যন্ত অথবা ইলেক্ট্রিক মোটরযান যাহার মোটরের ক্ষমতা ৩০ কিলোওয়াট এর বেশি নয় ওইসব গাডীর রেজিস্ট্রেশন ফি হবে ৯,০০০ টাকা। এছাড়াও ভাড়ী মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের ক্ষেত্রে বার্ষিক ফি ৮০০ টাকা, ফিটনেস সনদ ফি ৩০০ টাকা , মোটর পরিদর্শন ফি ৮০০ টাকা এবং প্রতি বছর AIT রেগুলার গাড়ির ৬০০ সিসি গাড়ি অনুযায়ী হবে।
সড়ক পরিবহন সম্পর্কে নিচের লিঙ্ক থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।
https://brta.portal.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/legislative_information/5c7e606f_a2af_498d_b383_6caea0d1888a/2023-01-01-09-09-238334e7abe7b466822c7979c99d5d61.pdf
আপনি কি ইএমআই অফার দিচ্ছেন নাকি? যদি হ্যাঁ হয় তাহলে পদ্ধতি কি? স্যার, আমরা এখনো কোন কিস্তি সুবিধা দিচ্ছি না আমাদের নিজেদের তরফ থেকে। কিন্তু আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাকে সর্বচ্চ সহায়তা করবো।
প্রতি কিলোমিটারের জন্য কত খরচ হবে? আমরা হিসাব করে দেখেছি , আপনি যদি ২২০ ভোল্ট বা বাসাবাড়ীর লাইন এ চার্জ করেন তাহলে টোটাল ইউনিট বিদ্যুৎ খরচ হয় ৬.১২ , প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা করে ধরলে টোটাল খরচ হবে ৪৯ টাকা। তাহলে স্যার প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে ৩৩ পয়সা। আরেকটা বিষয় হচ্ছে লোকাল মার্কেট আমদের ব্যাটারির মূল্য ১,৫৫,০০০ টাকা এবং এই ব্যাটারির জীবনকাল হচ্ছে ১,৬৫,০০০ কিলোমিটার। সেই হিসেবে প্রতি কিলোমিটার এ ব্যাটারী এর খরচ হবে ০.৯৪ টাকা। সুতরাং প্রতি কিলোমিটার সর্বমোট খরচ হবে (০.৩৩+০.৯৪)=১.২৭ টাকা।
AC এবং সর্বোচ্চ লোড (600 KG) সহ, এটি কি 150 KM চলতে পারে? এইক্ষেত্রে স্যার আপনি ১৫০ কিমি পাবেন না। এইক্ষেত্রে ১০০ কিমি মাইলেজ পাবেন।
মোটর স্পেসিফিকেশন কি? City Boy Basic 1500W 60V, City Boy LFP 3000W 60V Brushless DC motor
মোটর এর দাম কত? আমাদের বিভিন্ন মডেল এর গাড়ি রয়েছে ,যেমন City Boy Basic , City Boy LFP যেমন তাই মোটর এর দাম মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হবে।
ব্যাটারির দাম কত? আমাদের বিভিন্ন মডেল এর গাড়ি রয়েছে ,যেমন City Boy Basic , City Boy LFP যেমন তাই মোটর এর দাম মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হবে।
আমি সোলা প্যানেল যোগ করতে চাইলে কত খরচ হবে? আমরা এখনো কোন মডেলে সোলার প্যানেল যোগ করি নাই কিন্তু আমাদের প্ল্যান আছে সোলার ২০২৪ সালের মধ্যে যোগ করার, এইটার জন্য অতিরিক্ত ৭০ হাজার টাকা খরচ হবে।
সম্পূর্ণ চার্জ হতে কত ইউনিট লাগে? লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারী ফুল চার্জ হতে ৬.১২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
গ্রাহক যদি তার গাড়ি আমাদের কাছে পুনরায় বিক্রি করতে চায় তাহলে কত অবচয় খরচ হবে? আমাাদের কাছে পুনরায় বিক্রয় করলে গাড়ীর অবস্থা দেখে খুব সামান্য অবচয় ধরবো আমরা। এইক্ষেত্রে অবস্থা ভেদে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা অবচয় ধরা হবে।
গ্রাহক পরিষেবার বিবরণ সম্পর্কে জানতে চান। আমাদের যেকোন গাড়ী কিনুন না কেন আপনি পাচ্ছেন:
* ৫ বছরের গাড়ির সার্ভিস ওয়ারেন্টি
* মটরের ১ বছরের ওয়ারেন্টি
* লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারী এর জন্য ২ বছরের রিপ্লেস্মেন্ট গ্যারান্টি।
* এবং গাড়ি সোয়াপের অপশন। এতে আপনি আমাদের যেকোন মডেল কিনুন না কেন, ৩ বছরের মধ্যে ফেরত দিলে, আমরা ডেপ্রিসিয়েশন হিসাব করে আপনাকে নতুন মডেলের গাড়ি দিচ্ছি, যে টাকা বেশি হয় মাত্র ওই কত টাকায়।
গাড়ির বডির জন্য কি উপকরণ ব্যবহার করা হয়েছে? Cold Rolled Steel metal, আমাদের গাড়ির বডি ই-কোটিং ba, CED/গ্যালভানাইজিং তাই সহজে মরিচা ধরবে না ও কালার নষ্ট হবে না।
আমি যদি আমার গাড়িটি মডিফাই করতে চাই তাহলে কত খরচ হবে? এইটা নির্ভর করে আপনি কি ধরনের মডিফাই করতে চান। আমাদের শুধু অতিরিক্ত সরঞ্জাম এর মূল্য পরিশোধ করলেই হবে। কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে, যেকোন ধরনের মডিফাই গাড়ী রেজিস্ট্রেশনের পূর্বে করতে হবে। রেজিস্ট্রেশন পরে কোন মডিফাই করানো যাবে না।
আমি যদি ঢাকার বাইরে থাকি, তাহলে আমি কীভাবে সব সেবা সঠিকভাবে পেতে পারি? ঢাকার বাইরে থাকলেও আমরা আমাদের বিক্রয় পরবর্তী সেবা ১০০% নিশ্চয়তা প্রদান করবো। ঢাকার বাইরে সার্ভিস এর জন্য আমাদের সার্ভিস পয়েন্ট থাকবে। যেইসব এলাকায় সার্ভিস পয়েন্ট নেই, সেইসব জায়গায় আমরাদের সাথে যোগাযোগ করা মাত্রই যত দ্রুত সম্ভব আমাদের সার্ভিস টীম চলে যাবে।
ব্যাটারির জীবনকাল কত? ব্যাটারি ২২০০ সাইকেল সম্পন্ন্য় করলেও এর পারফরমেন্স ৮০% ধরে রাখতে পারবে
মোটর এর জীবনকাল কত? মটরের ১ বছরের ওয়ারেন্টি পাবেন এবং ৫ বছর পর্যন্ত কোন সমস্যা হলে আমার ফ্রি সার্ভিস করে দি।
আমি কেন এটা এই গাড়ি কিনব ? প্রথমত: পালকি মোটর হচ্ছে বাংলাদেশে তৈরী করা প্রথম ইলেক্ট্রিক গাড়ি কোম্পানি যা আপনাকে সর্বোচ্চ সার্ভিস প্রদান করবে। ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি, ২ ব্যাটারী গ্যারেন্টি এবং ১ বছরের মোটরের ওয়ারেন্টি।
দ্বিতীয়ত: পালকি মোটর এর পরিবেশ বান্ধব গাড়ি আপনার প্রতিদিনের খরচ অনেক কমিয়ে নিয়ে আসবে। যার প্রতি কিলোমিটারে খরচ মাত্র ৬৩ পয়সা। মাত্র ২ ঘণ্টা চার্জ দিয়ে যেতে পারবেন ১৫০ কিলোমিটার। সারা মাসে ২ হাজার টাকার কম বিদ্যুৎ বিলে আপনার যাতায়াত খরচ হবে সব থেকে সাশ্রয়ী ।
তৃতীয়ত: পালকি মোটরের গাড়িতে ব্যাবহার করা হয়েছে উন্নত হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও সাসপেনশন যা আপনাকে যে কোন রাস্তায় গতি নিয়ন্ত্রণে দিবে সর্বোচ্চ নিরাপত্তা।
চতুর্থত: আমাদের কাছে আমাদের কাস্টমার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের গাড়ির রেসেল ভ্যালু নিশ্চিত করেছি এক্সচেঞ্জ অফার এর মাধ্যমে। আমাদের কাস্টমার ৩ বছরের মধ্যে তার পুরাতন গাড়ি জমা দিয়ে আমাদের আপডেটেড মডেল কিনতে পারবেন আমাদের কাছ থেকে।
আমি যদি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে থাকি, এবং চার্জ চলে যায় এবং কাছাকাছি চার্জিং সুবিধা না থাকে তাহলে আমি কী করব? স্যার প্রথমত আমরা পরামর্শ দিবো আপনাকে আমাদের বেশি মাইলেজ এর গাড়ি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এবং আমাদের দেয়া চার্জার গাড়ির মধ্যে রাখার জন্য। আমাদের চার্জার 220V এবং 440V এর যে কোন লাইনে সাপোর্ট করে , তাই আপনি যে কোন জায়গায় চার্জ করতে পারবেন এমনকি চা এর দোকানেও চার্জ করতে পারবে।
এই বৈদ্যুতিক গাড়ির মাইলেজ কত? আমাদের বিভিন্ন মডেল এর গাড়ি রয়েছে ,যেমন City Boy Basic এর মাইলেজ ১০০ কি.মি. এর কম এবং City Boy LFP এর মাইলেজ ১৫০ কি.মি.।
আমি শুনেছি এই গাড়ির মাইলেজ 150 কিমি। আপনি কি এমন কোন গাড়ি আনবেন যেটাতে আমি 400-500 KM মাইলেজ পাই? আমাদের ইঞ্জিনিয়ারিং টীম গাড়ির R&D নিয়ে কাজ করছে আশা করছি সময়ের বছরের মধ্যে আমরা ৪০০ কিমি থেকে ৫০০ কিমি মাইলেজ আনতে সক্ষম হবো।
বিডিতে কি কোন চার্জিং স্টেশন আছে? জি স্যার বাংলাদেশে ” চার্জিং কই ” নামে স্টার্টআপ কোম্পানি চার্জিং নিয়ে কাজ করছে এছাড়া আমরা আপনার বাসার গ্যারাজে আমাদের খরচে গাড়ি চার্জিং এর ব্যবস্থা করে দিবো। কিন্তু মহাসড়কে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরী হয় নাই তবে আমরা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছি এবং সরকার ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং নীতিমালা প্রণয়ন করেছেন , ইনশা-আল্লাহ খুব শিগ্রী চার্জিং স্টেশন গুলো চালু হবে।
কীভাবে একটি বৈদ্যুতিক গাড়ির কর্মক্ষমতা একটি ঐতিহ্যবাহী জ্বালানী গাড়ি বা হাইব্রিড গাড়ির সাথে তুলনা করে? ১. বৈদ্যুতিক গাড়ি আপনার জ্বালানি সাশ্রয়ী, যেখানে জ্বালানী গাড়িতে প্রতি কিলোমিটারে খরচ ১১ থেকে ১৬ টাকা বা এর বেশি অন্য দিকে পালকি গাড়িতে খরচ কিলো প্রতি মাত্র ৬৩ পয়সা।
২. জ্বালানী গাড়িতে প্রতি মাসে আমার ১৫ থেকে ৩০ হাজার বা এর বেশি মেইনটেনেন্স খরচ হয় কিন্তু পালকি গাড়িতে শুধুমাত্র চার্জিং খরচ দেড় থেকে দুই হাজার টাকা।
৩. পালকির বৈদ্যুতিক গাড়িতে রেজিস্ট্রেশন ফ্রি মাত্র নয় হাজার টাকা এবং বাংলাদেশ অটো মোবাইল ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী সরকার ইলেকট্রিক গাড়ির TAX , AIT এর উপর বিশেষ ছাড় প্রদান করবে বলে নীতিমালা প্রণয়ন করেছে।
বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য কি ট্যাক্স ইনসেনটিভ বা রিবেট পাওয়া যায়? জি স্যার বাংলাদেশ অটো মোবাইল ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী সরকার ইলেকট্রিক গাড়ির TAX , AIT এর উপর বিশেষ ছাড় প্রদান করবে বলে নীতিমালা প্রণয়ন করেছে। বিস্তারিত জানতে ভিজিট করুন নিচের দেয়া লিংকে

https://drive.google.com/file/d/1y0pYxHahNKx0wkjV0kZS7hxhU33_R-OC/view?usp=drive_link

এই গাড়ির পিছনের সিটে আরামদায়ক না, এটি সংশোধন করার কোন বিকল্প আছে? স্যার পিছনের ছিট এর যায়গা বর্ধন আমাদের এই মডেল এ আর সম্ভব হবে না। আমাদের LFP Plus এ পিছনের যায়গা আরো বড় থাকবে।এই গাড়ীর পিছনের সিট ভাজ করে আপনি প্রয়জনীয় মালামাল বহন করতে পারবেন।
আপনি কি দয়া করে নিরাপত্তা পরিমাপের বিবরণ দিতে পারেন? স্যার, আমাদের চেসিসের সাথে রিএনফোর্সড বিম দেওয়া দুই পাশের দরজার সাইডে। এই ফ্রেম গুলো এমন ভাবে ডিজাইন করা যেন T ক্রাশের সময় গাড়ী সঙ্কুচিত হয়ে নির্দিস্ট পরিমাপের মধ্যে থেমে যায়। ৬০ কিলো মিটার টপ স্পীডের জন্য এই ডিজাইন করা হয়েছে। এছাড়া আমাদের গাড়ির যেহেতু টপ স্পীড তুলনা মূলক কম, তাই এটি নিরাপদ।
আমি অতিরিক্ত ব্যাটারি বহন করতে চাইলে আমি কি নিজে থেকে ব্যাটারি পরিবর্তন করতে পারি? হ্যা স্যার আপনি নিজে নিজে ব্যাটারী পরিবর্তন করতে পারবেন, যদি আপনি অতিরিক্ত ব্যাটারী বহন করেন।

ধন্যবাদ

আপনার ফর্মটি আমরা পেয়েছি। শিগ্রই পালকি মটরসের একজন রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে যোগাযোগ করবেন।